সীমান্ত ব্যাংক এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
তারিখঃ ১ আগষ্ট, ২০২৩
সীমান্ত ব্যাংক এবং দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ সহায়তা প্রদান করা হবে। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান এর অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আবু সাঈদ, পিএইচডি, এইসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।