সীমান্ত ব্যাংক অর্জন করলো মর্যাদাপূর্ণ আইএসও ২৭০০১:২০২২ সার্টিফিকেট

//
Posted By
/
Comment0
/
Categories

Date: ফেব্রুয়ারি ২০, ২০২৪

সীমান্ত ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১:২০২২ (ISO 27001:2022) সার্টিফিকেট অর্জন করেছে। আইএসও ২৭০০১:২০২২ হল তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা সিস্টেমের (আইএসএমএস) বিশ্বব্যাপী স্বীকৃত একটি মানদন্ড। এই সার্টিফিকেট অর্জনের মাধ্যমে সীমান্ত ব্যাংকের তথ্য নিরাপত্তার ব্যবস্থাপনা নতুন উচ্চতায় উন্নীত হল এবং গ্রাহকদের তথ্যের নিরাপত্তা আরো বেশী সুসংহত হলো। ব্যাংকের আইটি বিভাগ, ডেটা সেন্টার এবং দুর্যোগ পুনরুদ্ধার সাইটের অডিট পরিচালনা করে বৈশ্বিক নেতৃস্থানীয় সার্টিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস আইএসও ২৭০০১:২০২২ এর সার্টিফিকেট প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ে আইওটা কন্সালটিং বিডি এর ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া’র কাছ থেকে সনদ গ্রহন করেন। এ সময় ব্যুরো ভেরিটাস, আইওটা কন্সালটিং বিডি এবং সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।