আন্তর্জাতিক নারী দিবস ২০১৮!!!

///
Comment0
/
Categories

সীমান্ত ব্যাংক লিমিটেড আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে । উক্ত অনুস্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লীলা রশিদ , জেনারেল ম্যানেজার , পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক , ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুখলেসুর রহমান সহ ব্যাংকের সকল নারী কর্মকর্তা ও ঊর্ধতন নির্বাহীরা।