সীমান্ত ব্যাংক লিঃ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর মধ্যে চুক্তি স্বাক্ষর
সীমান্ত ব্যাংক লিঃ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর মধ্যে সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড ক্রেডিটকার্ড হোল্ডারগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃক পরিচালিত বলাকা এক্সক্লুসিভ লাউঞ্জে ফ্রি বুফে স্ন্যাকস, হাই স্পিড ইন্টারনেট এবং অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন। জনাব রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সীমান্ত ব্যাংক লিঃ এবং জনাব রেজওয়ান মারুফ, ইনচার্জ-হোটেল অপারেশন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।