কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পর্যায়ে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় মেয়াদী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের চুক্তি স্বাক্ষর
সীমান্ত ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ২৫,০০০ হাজার কোটি টাকার আর্থিক প্রনোদনা প্যাকেজের আওতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পর্যায়ে মেয়াদী ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের সম্মানীত গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মোঃ নাসের, নির্বাহী পরিচালক জনাব মোঃ ওবায়দুল হক, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোঃ জাকের হোসেন এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের উপস্থিতিতে উক্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় মেয়াদী ঋণ প্রদানে অগ্রাধিকার পাবেন ক্লাস্টারভুক্ত সিএমএসএমই উদ্যোক্তা, নারী, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাগন।