সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত জনপদ নীলডুমুরে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ শুভ উদ্বোধন

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখঃ ২১ অক্টোবর, ২০২৩

সম্প্রতি সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত জনপদ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুরে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়। সুন্দরবন সংলগ্ন দুর্গম এ অঞ্চলে এটিএম বুথ স্থাপনের ফলে আধুনিক ব্যাংকিং সেবা স্থানীয় অধিবাসীদের নাগালে এলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর ১৭ ব্যাটেলিয়ান এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান, এসজিপি, এমফিল, পিইঞ্জ।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, হোমলোন, কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এস,্এম,ই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ,নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন “নারীশক্তি” ঋণ, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা উপকরনের জন্য “প্রযুক্তিঋণ” ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে। এছাড়া সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, RTGS, BFTN এবং রেমিট্যান্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌছে দিতে শাখা, উপশাখা এবং এটিএম বুথ স্থাপন করছে সীমান্ত ব্যাংক।