দেশের খাদ্য নিরাপত্তায় সংশ্লিষ্ট কৃষকদের ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের চুক্তি স্বাক্ষর
তারিখ: ৯ জানুয়ারি, ২০২৩
সীমান্ত ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের উৎপাদন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কৃষকদের ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্ণর জনাব এ.কে.এম. সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের উপস্থিতিতে উক্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় ধান চাষ, মৎস্য চাষ, শাক-সবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন খাতে ঋণ বিতরণে অগ্রাধকিার পাবেন গ্রামীণ ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকগণ ।