সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান’স নাইটস ২০২২ অনুষ্ঠিত
৬ জানুয়ারী ২০২২ ইং তারিখে ঢাকার পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান’স নাইট ২০২২ অনুষ্ঠিত হয়। সীমান্ত ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন। একই অনুষ্ঠানে ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মহোদয় ব্যাংকের নতুন সেবা ”ডিজিটাল অনবোর্ডিং” এবং ”ডিজাস্টার রিকভারি সাইট” এর শুভ উদ্বোধন করেন। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান তার বক্তব্যে ব্যাংকের ৫ বছরের সাফল্য এবং বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন, একই সাথে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। চেয়ারম্যান’স নাইট ২০২২এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।