সীমান্ত ব্যাংক এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ও টাউন হল মিটিং অনুষ্ঠিত

//
Posted By
/
Comment0
/
Categories

১ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে সীমান্ত ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। বিগত সাত বছরের পথচলায় সীমান্ত ব্যাংক ইতোমধ্যে সারাদেশে ২০টি শাখা, ৪টি উপশাখা, ২ টি সার্ভিস সেন্টার ও ২০ টি এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লক্ষাধিক গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর দিন থেকে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এ ব্যাংক। ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা শুরু করে বর্তমানে শেয়ার মূলধন বা শেয়ারহোল্ডার’স ইকুইটি ৪৯৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের কার্যক্রম শুরুর পর প্রথম বছর থেকেই মুনাফা অর্জন করে শেয়ারহোল্ডারদের মধ্যে নিয়মিতভাবে লভ্যাংশ বিতরণ করা হচ্ছে।

 

৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান এবং টাউন হল মিটিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যসে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।