সীমান্ত ব্যাংক কর্তৃক ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল-এ বন্যাদুর্গতদের জন্য অনুদান প্রদান
তারিখ: ২৮ আগষ্ঠ, ২০২৪
সম্প্রতি সীমান্ত ব্যাংক ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সীমান্ত ব্যাংকের কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমান অর্থ এবং ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল হতে অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে। জনাব রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সীমান্ত ব্যাংক অনুদানের চেক জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।