বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯ পেল সীমান্ত ব্যাংক

///
Comment0
/
Categories

মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নত কর্ম পরিবেশ নিশ্চিতের জন্য ওয়াল্ড এইচ আর ডি কংগ্রেসে বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯ পেল দেশের ৫৭তম বানিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংক লিমিটেড। ‘বেস্ট এমপ্লয়ার ব্র্র্যান্ড অ্যাওয়ার্ডস’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পুরস্কার, যা ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এশিয়া অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর মানব সম্পদ ব্যবস্থাপনা এবং অনুকূল কর্মপরিবেশের জন্য দিয়ে থাকে। রাজধানীর সোনারগাঁও হোটেলে ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সীমান্ত ব্যাংক-কে ওই পুরস্কার প্রদান করা হয়। সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে জনাব এ কে এম গোলাম রব্বানী , হেড অব এইচ আর , শাহ্নীলা ইসলাম শানীল, হেড অব ব্র্যান্ড এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এবং জনাব মোঃ মনিরুজ্জামান, ইনচার্জ-ফাইনান্স ডিভিসন এই অ্যাওয়ার্ড গ্রহন করেন।