সীমান্ত ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখ: ৪ অক্টোবর, ২০২৩

সীমান্ত ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট এর মধ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগন সীমান্ত ব্যাংকে ইন্টার্নশীপ, খন্ডকালীন চাকুরী-সহ কর্মজগৎ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহনের সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উপস্থিতিতে সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপদেস্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।