সীমান্ত ব্যাংক এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
১২ নভেম্বর ২০২৩
সীমান্ত ব্যাংক এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড এবং ভিসা প্লাটিনাম ক্রেডিটকার্ড হোল্ডারগণ হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বুফে মেন্যুতে একটি কিনলে একটি ফ্রি (বোগো) এবং নির্দিষ্ট কিছু সেবা গ্রহনের ক্ষেত্রে মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এর জেনারেল ম্যানেজার নরিজান বিনতে ইয়াকুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।