সীমান্ত ব্যাংক এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
তারিখ: ৩১ অক্টোবর, ২০২৪
সীমান্ত ব্যাংক এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড হোল্ডারগন মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপে গাড়ি সার্ভিসিং ও প্রি-পারচেজ চেকিং সেবা গ্রহনের ক্ষেত্রে মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এর উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস জনাব মোঃ শহিদুল ইসলাম এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাছউদ করিম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।