সীমান্ত ব্যাংকের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সীমান্ত ব্যাংক লিমিটেডের ৩য় বার্ষিক সাধারণ সভা (এজিএম ) গত ২৪ জুন, ২০১৯ ইং তারিখে বিজিবি সদর দপ্তরে ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান-সহ অন্যান্য পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, বিজিবি কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি, বিজিবি এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম¦র ২০১৮ হিসাব বছরের পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সভায় পরিচালকবৃন্দের নির্বাচন ও নিরীক্ষক নিয়োগ সম্পন্ন হয়।