সীমান্ত ব্যাংক এর প্রধান কার্যালয়ে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন
৩ নভেম্বর ২০১৯ তারিখে সীমান্ত ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ে ডে–কেয়ার সেন্টার (শিশু দিবাযত্ন কেন্দ্র) উদ্বোধন করা হয়। সীমান্ত ব্যাংকে কর্মরত নারী কর্মকর্তাগণের সন্তানরা অফিস চলাকালীন সময়ে এখানে বিশেষ পরিচর্যা পাবে। সীমান্ত ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের বিভিন্ন ডিভিসনের কর্মকর্তাগণ, তাদের শিশুরা এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।