সীমান্ত ব্যাংক এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে চকবাজার অগ্নি-দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রামিম এবং বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান দীপ্ত সীমান্ত বিদ্যালয়ে অর্থ সহায়তা

///
Comment0
/
Categories

সীমান্ত ব্যাংক লিঃ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এক অনারম্বর অনুষ্ঠানে চকবাজার অগ্নি-দুর্ঘটনায় পরিবার হারানো এবং আহত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এর ছাত্র মোঃ তারিকুল ইসলাম রামিমকে অর্থ সহায়তা প্রদান করে। একই অনুষ্ঠানে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান দীপ্ত সীমান্ত বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান করা হয়। সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক বেগম সোমা ইসলাম অর্থ সহায়তা হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান , বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এর অধ্যক্ষ লেঃ কর্ণেল মোল্যা মেসবাহ্উদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এর অধ্যক্ষ লেঃ কর্ণেল হাফেজ মোঃ জোনায়েদ আহাম্মদ এবং সীমান্ত ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।