সীমান্ত ব্যাংক এ ”বঙ্গবন্ধু লাউঞ্জ” এর শুভউদ্বোধন
১২ আগষ্ট ২০২০ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবং শোকের মাস স্মরণে সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে ”বঙ্গবন্ধু লাউঞ্জ” এর উদ্বোধন করা হয়। সীমান্ত ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি ”বঙ্গবন্ধু লাউঞ্জ” এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।