সীমান্ত ব্যাংক কক্সবাজার ও টেকনাফ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন!!!
গত ২৪শে ডিসেম্বর ২০১৭ তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেডের কক্সবাজার ও টেকনাফ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেজর জেনারেল আবুল হোসেন বিজিবিএম, এনডিসি, পিএসসি, পি ইঞ্জ চেয়ারম্যান সীমান্ত ব্যাংক লিমিটেড ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ, প্রধান অতিথি হিসাবে শাখাটি উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।