সীমান্ত ব্যাংক লিঃ এবং ক্রিডেন্স হাউজিং লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

///
Comment0
/
Categories

সীমান্ত ব্যাংক লিঃ এবং ক্রিডেন্স হাউজিং লিঃ এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় গ্রাহকেরা ক্রিডেন্স হাউজিং লিঃ এর ফ্ল্যাট ক্রয়ে সীমান্ত ব্যাংক এর হোমলোন ”সীমান্ত নিবাস” এর ক্ষেত্রে আকর্ষনীয় ইন্টারেস্ট রেট এবং হ্রাসকৃত লোন প্রসেসিং ফি সুবিধা পাবেন। সীমান্ত ব্যাংক লিঃ এর হেড অব বিজনেস, জনাব আরব ফজলুর রহমান এবং ক্রিডেন্স হাউজিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব জিল্লুল করীম যার যার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সীমান্ত ব্যাংক লিঃ এর হেড অব এইচ আর,ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট এন্ড প্রকিউরমেন্ট, জনাব এ কে এম গোলাম রব্বানী, হেড অব ব্র্যান্ড এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, শাহনীলা ইসলাম শানীল এবং ক্রিডেন্স হাউজিং লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জনাব আল মামুন আজাদ, জেনারেল ম্যানেজার, সাখাওয়াত হোসেন জুবায়ের সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।