সীমান্ত ব্যাংক লিমিটেড এ ” ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স” (ব্যামেলকো কনফারেন্স) অনুষ্ঠিত

///
Comment0
/
Categories

২৫ এপ্রিল ২০১৯ ইং তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর নলেজ সেন্টার-এ ” ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স” অনুষ্ঠিত হয়। এই কনফারেন্স এর উদ্বোধন করেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান । জনাব রফিকুল ইসলাম, চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, জনাব আরব ফজলুর রহমান, হেড অব বিজনেস এবং ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।