”সাইবার সিকিউরিটি ফর সিনিয়র ম্যানেজমেন্ট” বিষয়ের উপর ট্রেনিং

সীমান্ত ব্যাংক লিমিটেড এ ”সাইবার সিকিউরিটি ফর সিনিয়র ম্যানেজমেন্ট” বিষয়ের উপর ট্রেনিং সম্পন্ন

///
Comment0
/
Categories

১৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর নলেজ সেন্টারসাইবার সিকিউরিটি ফর সিনিয়র ম্যানেজমেন্টবিষয়ের উপর ট্রেনিং সম্পন্ন হয়। এই ট্রেনিং প্রোগ্রামএর উদ্বোধন করেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান। ট্রেনিং প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন টোটাল লার্নিং এর সিইও জনাব কাজী এস নবি। সীমান্ত ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগন এই ট্রেনিং-এ অংশগ্রহন করেন।