সীমান্ত ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মাঝে চুক্তি সাক্ষর
সম্প্রতি সীমান্ত ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মাঝে একটি চুক্তি সাক্ষরিত হয় । উক্ত চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন সম্মানিত পল্লীবিদ্যুৎ গ্রাহকগণ সীমান্ত ব্যাংক এর শাখাসমূহের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন । সীমান্ত ব্যাংক এর প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত শাখা সমূহের মাধ্যমে এই সেবা নিশ্চিত করা হবে। জনাব মুখলেসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা , সীমান্ত ব্যাংক লিঃ এবং জনাব মোঃ হোসেন পাটোয়ারী , পরিচালক (অর্থ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যার যার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন । উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।