সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১৮তম শাখা যশোরের গদখালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

///
Comment0
/
Categories

২৭ জানুয়ারী ২০২০ ইং তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১৮তম শাখা যশোরের গদখালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার, যশোর, বর্ডার গার্ড বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল গনি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনেএগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, বাড়ি কেনার জন্য হোমলোন, গাড়ী কেনার জন্য কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এস, এম, ই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ ইত্যাদি নানাধরনের সেবা চালু করেছে। এছাড়া সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, রেমিটেন্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।একইবছরের ৯ অক্টোবর ধানমন্ডির পিলখানায় প্রধান শাখার মাধ্যমে সীমান্ত ব্যাংক ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে সারাবাংলাদেশে ১৮টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।