সীমান্ত ব্যাংক এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
১ সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখে সীমান্ত ব্যাংক এর ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ২০১৬ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিগত ছয় বছরের পথচলায় সীমান্ত ব্যাংক ইতিমধ্যে সারাদেশে ২০টি শাখা, ২টি উপশাখা, ২ টি সার্ভিস সেন্টার ও ১৯ টি এটিএম স্থাপন করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর দিন থেকে সম্পূর্ণ দেশীয় কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এ ব্যাংক। ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা শুরু করে বর্তমানে শেয়ার মূলধন বা শেয়ারহোল্ডার’স ইকুইটি ৪৭৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের কার্যক্রম শুরুর পর প্রথম বছর থেকেই মুনাফা অর্জন করে শেয়ারহোল্ডারদের মধ্যে নিয়মিতভাবে লভ্যাংশ বিতরণ করা হচ্ছে।
৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যসে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।