লালমনিরহাট জেলায় বিএফআইইউ এর তত্ত্বাবধানে এবং সীমান্ত ব্যাংকের আয়োজনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সম্প্রতি লালমনিরহাট জেলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর তত্ত্বাবধানে ও সীমান্ত ব্যাংকের আয়োজনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। সীমান্ত ব্যাংকের চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জনাব মোহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলার বিভিন্ন ব্যাংকের ৫৫জন কর্মকর্তা অংশগ্রহন করেন। বিএফআইইউ এর যুগ্মপরিচালক জনাব মোঃ জয়নুল আবেদীন এবং উপপরিচালক জনাব শাহআলম কাজী উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ।
 
        
 
	 
	 
	 
	 
	 
	 
	