সীমান্ত ব্যাংক কর্তৃক সিএসআর খাতের ৫% অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এ অনুদান হিসেবে প্রদান
তারিখ: ৩০ মে, ২০২৩
সম্প্রতি সীমান্ত ব্যাংক ২০২৩ সালের সিএসআর বাজেট হতে ৫% অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এ অনুদান হিসেবে প্রদান করেছে। জনাব রফিকুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অনুদানের চেকটি জনাব স্মৃতি কর্মকার, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ এর কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ এর পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী দেলোয়ার হোসেন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ একটি সরকারী ট্রাস্ট তহবিল যা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
 
        
 
	 
	 
	 
	 
	 
	 
	