”স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম” এর আওতায় সিএমএসএমই অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর
তারিখ: ৮ জানুয়ারি, ২০২৬
সীমান্ত ব্যাংক সম্প্রতি বাংলাদেশ কর্তৃক গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড হতে সিএমএসএমই স্টার্টআপ উদ্যোগ/প্রকল্পের অনুকুলে সহজলভ্য অর্থায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিএমএসএমই স্টার্টআপ গ্রাহকেরা সহজ শর্তে মাত্র ৪% বার্ষিক সুদে ব্যাংক থেকে চলতি মূলধন অর্থায়ন সুবিধা পাবেন যা তাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার মহোদয়ের সভাপতিত্বে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক জনাব নওশাদ মোস্তফা এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
