সীমান্ত ব্যাংক লিমিটেড এর ২য় উপশাখা কক্সবাজারের রামু’তে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
১৫ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর ২য় উপশাখা, রামু উপশাখা এবং ১৯তম এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রামু উপশাখা কক্সবাজার শাখার নিয়ন্ত্রানাধীন হয়ে গ্রাহকদের সেবা প্রদান করবে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর রামু সেক্টর এর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি এবং সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা অতিথিদের বক্তব্যে উঠে আসে।
প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। বর্তমানে ১৯টি শাখা ও ১টি উপশাখার মাধ্যমে সীমান্ত ব্যাংক তার গ্রাহকদের সেবা প্রদান করছে। ময়মনসিংহ, চট্রগ্রাম, সাতকানিয়া , বেনাপোল, লালমনিরহাট, বিবিরবাজার, সিডস্টোর (ভালুকা), কক্সবাজার, টেকনাফ, চম্পকনগর (বি,বাড়িয়া), সিলেট, প্রাগপুরে (কুষ্টিয়া), খুলনা, গদখালী (যশোর) এবং ঢাকার গুলশানে সীমান্ত ব্যাংক ইতিমধ্যে শাখা স্থাপন করেছে। সম্প্রতি সীমান্ত ব্যাংক তার ১ম উপশাখা খুলনার পাবলায় স্থাপন করেছে।
 
        
 
	 
	 
	 
	 
	 
	 
	