সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ উদ্বোধন

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

সম্প্রতি সাতক্ষীরা জেলার সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলায় বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৩ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ উদ্বোধন করা হয়। এ অঞ্চলে এটিএম বুথ স্থাপনের ফলে আধুনিক ব্যাংকিং সেবা স্থানীয় অধিবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের নাগালে এলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৩ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি। এসময় ক্যাপ্টেন শাদমান সাকিব (পদাতিক)-সহ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যবৃন্দ এবং সীমান্ত ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন ও সাতক্ষীরা উপশাখার ব্যবস্থাপক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।