সীমান্ত ব্যাংক এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৫
১ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে সীমান্ত ব্যাংক এর ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বিগত ৯ বছরের পথচলায় সীমান্ত ব্যাংক ইতিমধ্যে সারাদেশে ২৭টি শাখা, ৮টি উপশাখা, ৩ টি সার্ভিস সেন্টার ও ৩৬ টি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর দিন থেকে সম্পূর্ণ দেশীয় কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এ ব্যাংক। ব্যাংকের কার্যক্রম শুরুর পর প্রথম বছর থেকেই মুনাফা অর্জন করে শেয়ারহোল্ডারদের মধ্যে নিয়মিতভাবে লভ্যাংশ বিতরণ করা হচ্ছে।
৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম-সহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল সদস্যবৃন্দ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সকল শাখা ও উপশাখায় একযোগে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।