সীমান্ত ব্যাংক এর বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখঃ ১৬ নভেম্বর ২০২৫

 

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর প্রধান কার্যালয়ে “বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এর পরিচালক জনাব আ.ন.ম মঈনুল কবীর। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ আজিজুল হক, হেড অব বিজনেস জনাব মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, ইউনিট প্রধানবৃন্দ, সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক ও কাস্টমার সার্ভিস ম্যানেজারবৃন্দ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহন করেন। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এর যুগ্মপরিচালক জনাবা মাহমুদা হক রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।

হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত এই সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।