সীমান্ত ব্যাংক এর BAMLCO ও DAMLCO কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখঃ 14/12/2024

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর “ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স এবং ডিপার্টমেন্টাল এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স ২০২৪” অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান (ভারপ্রাপ্ত) জনাব এ,কে,এম এহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। সীমান্ত ব্যাংকের চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জনাব মোহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, সকল ব্যামেলকো এবং ড্যামেলকোগন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। উল্লেখ্য কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্মপরিচালক জনাব মোহাম্মদ মঈন উদ্দিন এবং উপপরিচালক জনাবা ফারজানা হক।