সীমান্ত ব্যাংক এর জুবলী রোড উপ-শাখা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
তারিখঃ ১২ জুন, ২০২৪
সম্প্রতি সীমান্ত ব্যাংক এর জুবলী রোড উপ-শাখা চট্রগ্রামে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। এসময় পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সীমান্ত ব্যাংকের পরিচালকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ এর ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে দেশের গুরুত্বপূর্ন অঞ্চলসমূহে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।