বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে সীমান্ত ব্যাংকের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

//
Posted By
/
Comment0
/

তারিখ: ৬ জুন, ২০২৪

 

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালন করেছে সীমান্ত ব্যাংক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সীমান্ত ব্যাংকের অর্থায়নে এবং পরিবেশবাদী সংগঠর হরিরামপুর শ্যামল নিসর্গ এর সার্বিক ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলার পদ্মানদী তীরবর্তী হরিরামপুর উপজেলার যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সীমান্ত ব্যাংকের চীফ রিস্ক অফিসার জনাব মোহাম্মদ আজিজুল হক, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইয়ুব আলী, হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি জনাব ওয়াহিদুর রহমান-সহ হরিরামপুর শ্যামল নিসর্গের কর্মীবৃন্দ, সীমান্ত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উক্ত আয়োজনে অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়। এর পূর্বে গত ৩১ মে ২০২৪ তারিখে হরিরামপুরের পদ্মানদীর চরাঞ্চলের গরীবপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১০০০ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।