সীমান্ত ব্যাংক-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ২০২২ ইং তারিখে ব্যাংকের নারী কর্মকর্তাদের নিয়ে সীমান্ত ব্যাংক লিঃ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিমিয়া দেওয়ান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ইনক্লুসিভ এন্ড ক্যাপাসিটি ডেভলপমেন্ট, ব্র্যাক , ডা. আশরাফী আহমেদ,এনডিসি, যুগ্ন সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ডা. আসমা আক্তার জাহান, এনডিসি, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমানসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং নারী কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাচঁজন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।