সীমান্ত ব্যাংক এর ইএমআই সেবা ’ফাস্ট পে’এর শুভ উদ্বোধন

//
Posted By
/
Comment0
/
Categories

সীমান্ত ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট কার্ডের বর্ধিত সেবা ’ফাস্ট পে’এর শুভ উদ্বোধন করেছে। ’ফাস্ট পে’ সেবার আওতায় সীমান্ত ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ নির্বাচিত মার্চেন্ট এর আউটলেট বা অনলাইন কেনাকাটায় সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ০% সুদে কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা উপভোগ করবেন। যাকে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই বলা হয়। এই বিশেষ সেবার আওতায় আধুনিক হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সর্বাধুনিক গ্যাজেট, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন লাইফস্টাইল পণ্য ক্রয় করা যাবে। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম ’ফাস্ট পে’এর শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।