দি গ্লোবাল ইকোনমিকস কর্তৃক “বেস্ট ইমারজিং এমডি এন্ড সিইও ইন ব্যাংকিং” অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান
লন্ডন ভিত্তিক দি গ্লোবাল ইকোনোমিকস কর্তৃক “বেস্ট ইমারজিং এমডি এন্ড সিইও ইন ব্যাংকিং” অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান। উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে চতুর্থ প্রজন্মের সীমান্ত ব্যাংক লিমিটেড-কে সফলভাবে নেতৃত্ব দেয়ার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য যে, সীমান্ত ব্যাংক লিঃ বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট এর মালিকানাধীন একটি ব্যাংক যা ১ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জনাব মুখলেসুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সীমান্ত ব্যাংক গ্রাহকবান্ধব এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার জন্য প্রশংসিত হচ্ছে। তিনি এন,আর,বি ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।