জনাব রফিকুল ইসলাম সীমান্ত ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন

//
Posted By
/
Comment0
/
Categories

জনাব রফিকুল ইসলাম সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর পূর্বে তিনি বিভিন্ন মেয়াদে সীমান্ত ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই ব্যাংকে কর্মরত আছেন। জনাব ইসলাম প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২৬ বছরের দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি এনআরবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

জনাব ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব নিউক্যাসল, যুক্তরাস্ট্র থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ঝুকি ব্যবস্থাপনা বিষয়ে হাভার্ড বিজনেস স্কুল (হাভার্ড ইউনিভার্সিটি), যুক্তরাস্ট্র, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ে লন্ডন স্কুল অব ইকনোমিক্স এন্ড পলিটিক্যাল সাইন্স, ইউ.কে; আন্তর্জাতিক ব্যবসা ও ব্যাংকিং বিষয়ে লিডস্ বেকেট ইউনিভার্সিটি, ইউ.কে; ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা; আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্য বিষয়ে ফেডারেশন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া এবং এ্যাডভান্স কোর্স ইন বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষন কোর্সে অংশগ্রহন করেন।