সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১৬তম শাখা ঢাকার হাজারীবাগে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

///
Comment0
/
Categories

২২ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১৬তম শাখা হিসেবে হাজারীবাগ শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক সীমান্ত ব্যাংকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, বিজিবিএম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন , বাড়ি কেনার জন্য হোমলোন, গাড়ী কেনার জন্য কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এস,্এম, লোন , কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে।

এছাড়া সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ক্রেডিট কার্ড,ইন্টারনেট ব্যাংকিং , RTGS, BFTN ; RIA ,Western Union Ges Express Money এর মাধ্যমে রেমিটেন্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। একই বছরের অক্টোবর ধানমন্ডির পিলখানায় প্রধান শাখার মাধ্যমে সীমান্ত ব্যাংক ব্যাংকিং কার্যক্রম শুরু করে। রাজধানীতে এটি সীমান্ত ব্যাংকের ৪র্থ শাখা। ময়মনসিংহ, চট্রগ্রাম, সাতকানিয়া , বেনাপোল, লালমনিরহাট, বিবিরবাজার, সিডস্টোর (ভালুকা), কক্সবাজার, টেকনাফ, চম্পকনগর (বি,বাড়িয়া), সিলেট প্রাগপুরে (কুষ্টিয়া) সীমান্ত ব্যাংক ইতিমধ্যে শাখা স্থাপন করেছে। খুলনা এবং গদখালীতে (যশোর) ব্যাংকের আরো দুটি শাখা স্থাপনের কাজ এগিয়ে চলছে।