ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পর্যায়ে ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশনের সাথে সীমান্ত ব্যাংকের চুক্তি স্বাক্ষর
সীমান্ত ব্যাংক সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারি আর্থিক প্রনোদনা প্যাকেজের আওতায় নভেল করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে উঠতে ঋণ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব রফিকুল ইসলাম এবং এসএমই ফাউন্ডেশনের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ঋণ প্রদানে অগ্রাধিকার পাবেন গ্রামীন ও প্রান্তিক পর্যায়ের অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ক্লাস্টারভুক্ত উদ্যোক্তা, নারী, তৃতীয় লিঙ্গের মানুষ, শারীরিকভাবে সক্ষম নন এবং এখনো যাঁরা ব্যাংক থেকে ঋণ পাননি এমন উদ্যোক্তাগন।