সীমান্ত ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতঃ লভ্যাংশ অনুমোদন

//
Posted By
/
Comment0
/
Categories

সীমান্ত ব্যাংক এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ২১ জুন ২০২২ ইং তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “বিগত দুই বছর বৈশ্বিক মহামারীর কারণে সমগ্র পৃথিবী অনেকটা স্থবির হয়েছিল; অনেক উন্নত দেশের অর্থনীতি ক্রমেই সংকোচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি সেই তুলনায় অনেকটা সহনসীল যা ক্রমেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। মহামারী সামলানোর জন্য বাংলাদেশ সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত আমাদেরকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদানকৃত নীতি সহায়তা ব্যাংকিং সেক্টরসহ উৎপাদন ও সেবাখাতসমূহকে পুনরুদ্ধারে ভূমিকা রাখছে। মহামারীর ধাক্কা সামলে নিয়ে সীমান্ত ব্যাংক বিগত বছরেও মুনাফার স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে পেরেছে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, “২০২২ সাল আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আমরা দেশব্যাপী আমাদের শাখা ও উপ-শাখা বিস্তারে গুরুত্ব দিব। পরিমিত ঝুঁকি গ্রহণের মাধ্যমে আমরা আমাদের সম্পদ বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করব। ব্যাংক পর্ষদ ও ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগে আমরা আমাদের এই বছরের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব বলে বিশ্বাস করি”।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, বিজিবি ও সীমান্ত ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব হোছাইন সুমন এফসিএস।