রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলের ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের চুক্তি স্বাক্ষর

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখ: ২০ ফেব্রুয়ারী, ২০২৩

সীমান্ত ব্যাংক সম্প্রতি ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে । বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি), ডিভিসন-১ জনাব মোঃ আলী আকবর ফরাজী ও পরিচালক (ইএফপিএফআইএম) জনাব মোহাম্মদ ইব্রাহীম ভূঁইয়া এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের উপস্থিতিতে উক্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয় । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি ও সীমান্ত ব্যাংকের সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে ১০ হাজার কোটি টাকার তহবিলটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক । এ তহবিল থেকে কাচাঁমাল ক্রয় বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিকারকগণ দেশীয় মুদ্রায় শর্ত সাপেক্ষে ঋণ নিতে পারবেন ।